দলীয় এমপি-প্রার্থী তালিকা চূড়ান্তে আজ বিএনপির বৈঠক

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা পর্যালোচনা ও চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।


দলীয় সূত্র জানায়, আজ সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এতে যোগ দেবেন।


দলীয় সূত্র জানায়, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে শিগগির সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


তারা জানান, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নিয়ে একাধিক জরিপ পরিচালনা ও প্রায় এক হাজার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলোচনা শেষে প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমরা আজকের বৈঠকের জন্য আমন্ত্রণপত্র পেয়েছি। সেখানে আলোচ্যসূচি উন্মুক্ত রাখা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একটি হলো প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং আরেকটি প্রধান উপদেষ্টাকে ঘিরে। প্রধান উপদেষ্টা হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন। তার পদক্ষেপের প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও