অ্যাপল ওয়াচের পর্দায়ও মিলবে হোয়াটসঅ্যাপের মেসেজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য আসছে হোয়াটসঅ্যাপের নিজস্ব অ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মের নতুন ভার্সনে অ্যাপল ওয়াচের জন্য একটি বিশেষ অ্যাপ যুক্ত করেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।


প্রযুক্তি সাইট ডব্লিউএবেটাইনফো লিখেছে, নতুন অ্যাপটি ব্যবহার করতে ওয়াচটি আইফোনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। তবে নতুন এই ভার্সনে ঘড়ির স্ক্রিনেই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ বেশ কিছু ফিচার।


নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন অ্যাপল ওয়াচ থেকেই চ্যাটিং লিস্ট ব্রাউজ করতে, দ্রুত রিপ্লাই দিতে এবং ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন।


অ্যাপল ওয়াচ ও আইফোনের মধ্যে সংযোগ হবে পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে। কোনো কিউআর কোড স্ক্যান করার দরকার হবে না।


ঘড়ির স্ক্রিনের বাম দিকের ওপরে একটি সূচক দেখাবে সংযোগের অবস্থা, যেমন ডিভাইসটি সিঙ্ক হচ্ছে কি না, সংযুক্ত আছে কি না বা সংযোগ হারিয়েছে কিনা। সংযোগ হয়ে গেলে ব্যবহারকারীরা সহজেই সাম্প্রতিক বার্তা দেখতে এবং সেগুলোয় সাড়া দিতে পারবেন।



অ্যাপল ওয়াচের জন্য নতুন অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপ সম্প্রতি অ্যান্ড্রয়েড ও আইওএসে পাসকি এনক্রিপ্টেড ব্যাকআপ ফিচার চালুর ঘোষণা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও