আলুর দাম কম, ঋণ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ডেইলি স্টার প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১৩:২২

গত বছরের বাজারে নভেম্বরে আলুর দাম ছিল চড়া। সেই আশায় রংপুরের নবদিগঞ্জের কৃষক খায়রুল ইসলাম এ বছর ১০ লাখ ৯২ হাজার টাকা ঋণ নিয়ে আলু চাষ করেন।


কেবল খায়রুল ইসলাম নয়, দেশের হাজারো কৃষক এ বছর আলু চাষে বেশি বিনিয়োগ করেছেন। ফলে আলুর রেকর্ড ফলন হয়েছে। কিন্তু বাজারে চাহিদার চেয়ে অতিরিক্ত সরবরাহ থাকায় প্রত্যাশিত দামের চেয়ে কমে আলু বিক্রি হচ্ছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত মৌসুমে দেশে ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়েছে, যেখানে বার্ষিক চাহিদা প্রায় ৯০ লাখ টন।


অতিরিক্ত উৎপাদনের কারণে খায়রুলের মতো কৃষকদের এখন ক্ষতির অঙ্ক কষতে হচ্ছে।


কারওয়ান বাজারের পাইকার ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'বর্তমান আলুর দাম খুবই কম। এই দামে কৃষকের উৎপাদন খরচ উঠবে না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও