বিএনপি নেতা আলালের বক্তব্য অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: জামায়াত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০১:০৫

একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের দেওয়া বক্তব্যকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। সেই সঙ্গে তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।


আবদুল হালিম শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আলাল যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় ঐক্যবিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এ ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায়, তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও