নিলামে উঠছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ টয়লেট, নাম ‘আমেরিকা’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০০:৪৭
নিলামে উঠছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ টয়লেট। আগাগোড়া খাঁটি সোনা দিয়ে তৈরি এই টয়লেটের নাম ‘আমেরিকা’। সেটি নিলামেও উঠছে যুক্তরাষ্ট্রে।
ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি এই টয়লেটের দাম ধরা হয়েছে শুরুতেই এক কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২১ কোটি টাকা।
গত শুক্রবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথেবি জানিয়েছে, তাদের নিউইয়র্ক শাখায় আগামী ১৮ নভেম্বর আকর্ষণীয় টয়লেট ‘আমেরিকা’ নিলামে তোলা হবে। এটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ কেজি খাঁটি সোনা।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- ছবি ভাইরাল