জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ব্যক্তি সর্বস্ব সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ভাগাভাগি হয়ে গেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরগুনায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যে নির্বাচন কমিশন গঠন করা হয়, সেখানে বিএনপি পক্ষ থেকে একজন, জামাতের পক্ষ থেকে একজন, আর্মি থেকেও একজন দেওয়া হয়েছে। তার মানে নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে নেয়া হয়েছে। যারা বিএনপিপন্থি নির্বাচন কমিশনার আছে তারা বিএনপির কাজ করছে, যারা জামাতপন্থি তারা জামায়াতের এবং যারা আর্মির আছেন তারা আর্মির পক্ষে কাজ করছেন।