‘গৌরী চায় না আমি মেয়েদের জড়িয়ে ধরি’

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০০:০৬

বলিউড তারকা হওয়ার আগেও শাহরুখ খানের জীবন ছিল এক অনিশ্চিত সংগ্রামের গল্প। মুম্বাইয়ের চকমকে দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার আগে তিনি লড়েছেন একা—মায়ের অসুস্থতা, সংসারের টানাপোড়েন আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। সেই সময়টায় পাশে ছিলেন অভিনেতা ও প্রযোজক বিবেক বাসওয়ানি, যাঁর ঘরেই নাকি প্রথম আশ্রয় পেয়েছিলেন শাহরুখ। সম্প্রতি রেডিও নাশার এক সাক্ষাৎকারে বিবেক সেই দিনগুলোর কথা তুলে ধরেন। অভিনেতার জন্মদিন কাল রোববার। জেনে নেওয়া যাক সেই সময়ের গল্প।


‘দুই দিন ধরে কিছু খায়নি’


বিবেক জানান, ‘শাহরুখ তখন আমার বাড়িতেই থাকত। একদিন বলল, ভেজ খেতে ভালো লাগে না, তাই বাইরে গিয়ে কিছু খাই। প্রথম ২০ মিনিট চুপচাপ খেয়ে গেল—কারণ, সে প্রায় দুই দিন ঠিকমতো কিছু খায়নি।’ খাওয়া শেষে শাহরুখ তাঁকে বলেছিল, ‘তুমি জানো, বিবেক? আমার মা মারা যাচ্ছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও