শাবনূরের উৎসাহে ঝুমুরের গান, ভিডিও চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০০:০১
প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান। কিন্তু প্রকাশের জন্য যে শ্রমসাধ্য ভিডিও চিত্র প্রয়োজন, তা করা হয়ে ওঠেনি। অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাত ধরে সেই গানটি আলোর মুখ দেখল। তিনি চিত্রনায়িকা শাবনূরের ছোট বোন কাজী জাসিকা জারিন ঝুমুর। সিডনিপ্রবাসী ঝুমুর সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে ‘বাবা’ শিরোনামের এই মৌলিক গানটি প্রকাশ করেছেন।
গানটির একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে—মুক্তিযুদ্ধ। গানটি এমন এক কন্যাশিশুর গল্প বলে, যার জন্ম হয়েছিল একাত্তর সালে, ঠিক সেই দিন, যেদিন তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হন। বাবার জন্য কন্যার এই হাহাকার আর গর্বই ফুটে উঠেছে গানে। ২০০৫ সালে রেকর্ড করা এই গানের কথা, সুর ও সংগীত জে কে মজলিশের।
- ট্যাগ:
- বিনোদন
- কৃত্রিম বুদ্ধিমত্তা