ইউনাইটেডকে জিততে দেয়নি নটিংহাম, আর্সেনাল জিতেই চলেছে
প্রথম আলো
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ২৩:৫৫
অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া নটিংহাম ফরেস্ট রুখে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ম্যাচ জিতে দুঃসময়কে পেছনে ফেলার বার্তা দেওয়া ইউনাইটেড আজ নটিংহামে ২-২ গোলে ড্র করেছে। ইউনাইটেডের পয়েন্ট খোয়ানোর দিনে জিতেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনাল। বার্নলিকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে গানাররা।
৩৪ মিনিটে বিতর্কিতভাবে পাওয়া এক কর্নার থেকে কাসেমিরোর হেড ১-০ গোলে এগিয়ে দেয় ইউনাইটেডকে। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইউনাইটেড। বিরতির পর তিন মিনিটের এক ঝড়ে ২-১ গোলে এগিয়ে যায় নটিংহাম। ৪৭ মিনিটে মরগান গিবস–হোয়াইটের হেডে সমতা ফেরায় পয়েন্ট তালিকার ১৮ নম্বরে পড়ে থাকা নটিংহাম। ২ মিনিট পর স্বাগতিকদের এগিয়ে নেন নিকোলো সাভোনা।