আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা একের পর এক পাল্টাপাল্টি ‘মহড়া’ দিয়েই চলেছেন। এবার নেতা-কর্মীদের নিয়ে গণসমাবেশ ও মিছিল করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
আজ শনিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে গণসমাবেশ ও মিছিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা এম এ মালিক।