শুল্ক-বিরোধী বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১৮:১১
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, শুল্ক বিরোধী একটি রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন এবং অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডকে বিজ্ঞাপনটি প্রচার না করার নির্দেশ দিয়েছেন।
ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে রিপাবলিকান আইকন রিগ্যান বলছেন, শুল্ক বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।
শনিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের সঙ্গে তার দেখা হয়। সেখানেই তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষমা
- মার্ক কার্নি