পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য আইনি সংস্কার চায় বাংলাদেশ ব্যাংক

ডেইলি স্টার প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

নিজের স্বায়ত্তশাসনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং রাজনৈতিক প্রভাব থেকে নিরাপদ রাখতে সরকারের কাছে ব্যাপক সংস্কার প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত ৯ অক্টোবর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পাঠানো এক আধা-সরকারি চিঠিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধনের খসড়া তুলে ধরেছেন। এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকেও।


বিস্তারিত যুক্তিসহ তুলে ধরা প্রস্তাবে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বের মর্যাদা বৃদ্ধি, পরিচালনা পর্ষদের পুনর্গঠন এবং শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও অপসারণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব করা হয়েছে।


অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয় এবং নীতিগতভাবে তা অধ্যাদেশ আকারে জারির জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।


গভর্নর চিঠিতে লিখেছেন, এই সংশোধনীগুলোর মাধ্যমে আর্থিকখাতে অতীতের ভুল ও অনিয়মের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী আইনি ভিত্তি গড়ে তোলা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও