দৈনিক থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ কোটি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৭:৩১

এখন প্রতিদিন ১৫ কোটি মানুষ ব্যবহার করছে মেটা’র থ্রেডস। জনপ্রিয়তা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপটির মাধ্যমে আয় বৃদ্ধির দিকেও গুরুত্ব দিচ্ছে মেটা। এজন্য অ্যাপটিতে বিজ্ঞাপন বাড়াচ্ছে কোম্পানিটি।


মেটার তৃতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন এ আনন্দের খবরটি জানিয়েছেন কোম্পানি প্রধান মার্ক জাকারবার্গ। এর আগে, অগাস্টে মেটা বলেছিল, মাসে ৪০ কোটিরও বেশি ব্যবহারকারী থ্রেডস ব্যবহার করছেন।


অল্প সময়েই এ টেক্সটভিত্তিক অ্যাপটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, যা মেটার জন্য বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।


জাকারবার্গ আগেই বলেছিলেন, একদিন মেটার পরবর্তী একশ কোটি ব্যবহারকারীর অ্যাপ হতে পারে থ্রেডস। এবার তিনি বলেছেন, অ্যাপটি এখন ‘নিজের ক্ষেত্রে শীর্ষস্থানীয় অ্যাপ হওয়ার পথে রয়েছে’। অ্যাপে ব্যবহারকারীদের কাটানো সময় ১০ শতাংশ বেড়েছে এবং এ অগ্রগতির কৃতিত্ব মেটার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক পরামর্শ সিস্টেমকে দিয়েছেন জাকারবার্গ।


বুধবার মেটার আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, থ্রেডসের জন্য অ্যালগরিদম পর্সোনালাইজেশন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও ‘কাজ করছে’ মেটা।


কোম্পানিটি বর্তমানে ইনস্টাগ্রামে এমন এক ফিচার পরীক্ষা করছে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুসারে অ্যালগরিদমের বিভিন্ন রেকোমেন্ডশন বা সুপারিশ ‘সমন্বয়’ বা ঠিক করে নিতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও