You have reached your daily news limit

Please log in to continue


হ্যালোইনের সঙ্গে কুমড়োর কী সম্পর্ক, জানেন?

আজ ৩১ অক্টোবর।  আজকের এই দিনে বিশ্বব্যাপী পালিত হয় হ্যালোইন ডে, যাকে ‘ভূত দিবস’ও বলা হয়। হ্যালোইন শব্দটির অর্থ হল 'পবিত্র'। অল হ্যালোজ ডে 'ফিস্ট অব অল সেন্টস ডে' নামেও পরিচিত।  যদিও এটি খ্রিষ্টানদের অন্যতম প্রধান উৎসব, তবে বিগত কয়েক বছরে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশে।

প্রায় দু’হাজার বছর আগে বাস করতেন সেল্টিক জাতির মানুষ। প্রকৃতপক্ষে, তারাই হ্যালোইন উৎসব পালন শুরু করেছিলেন। সেল্টিক জাতির সামহাইন উৎসব থেকেই মূলত হ্যালোইনের শুরু বলে মনে করা হয়। সেল্টিকদের বিশ্বাস অনুসারে, এই দিনে মৃতদের আত্মা জীবিত মানুষের আত্মার জন্য সমস্যা তৈরি করতে পৃথিবীতে আবির্ভূত হয়। এই অশুভ আত্মাদের তাড়ানোর জন্য জীবিতরা ভূতের মতো পোশাক পরেন। এছাড়া, বিদেহী আত্মাদের বিতাড়িত করার জন্য আগুন জ্বালিয়েও রাখা হয়।  সেল্টিক জাতির এই ‘সাহ-উইন’ উৎসবই এখনকার দিনের ‘হ্যালোইন’ উৎসব।

হ্যালোইন উৎসবের অন্যতম প্রধান উপাদান হলো কুমড়ো। অনেকেই কুমড়ো দিয়ে সাজিয়ে তোলেন নিজেদের বাড়িঘর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুমড়োই কেন হ্যালোইন উদযাপনের প্রধান উপকরণ?

অনেকের মতে, হ্যালোইন ও মিষ্টি কুমড়ার সঙ্গে আইরশিদের একটি সম্পর্ক আছে। সেখানে নাকি স্টিঞ্জি জ্যাক নামে এক মাতাল বাস করতো, যে কিনা একবার শয়তানকে মদ্যপানের দাওয়াত দিয়ে বসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন