You have reached your daily news limit

Please log in to continue


দেশের বাজারে নতুন বৈদ্যুতিক স্কুটার, একবার চার্জে চলে ১০৫ কিলোমিটার

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘জিহো এই৮ এসই’ মডেলের নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারজাত শুরু করেছে সিএফমটো বাংলাদেশ। চীনের বাইক নির্মাতা প্রতিষ্ঠান সিএফমটোর সহযোগী ব্র্যান্ড জিহোর তৈরি বৈদ্যুতিক স্কুটারটিতে পাঁচ হাজার ওয়াটের হাব মোটর ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ আট কিলোওয়াটের শক্তি প্রদান করতে পারে। এর পাশাপাশি ৭৪ ভোল্টের ২৭ হাজার মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের লিথিয়াম আয়নের ২টি ব্যাটারি থাকায় একবার পূর্ণ চার্জে ১০৫ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারে স্কুটারটি। গতকাল বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের বৈদ্যুতিক স্কুটারটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিএফমটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মো. সামিউল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বোরহান উদ্দিন বলেন, বৈদ্যুতিক স্কুটারটিতে আধুনিক প্রযুক্তির সব ধরনের সুবিধা থাকায় মোবিলিটির অন্যতম উদাহরণ হবে। বৈদ্যুতিক স্কুটার দৈনন্দিন প্রয়োজনীয়তা মিটিয়ে সার্বক্ষণিক সঙ্গী হতে পারে তা প্রমাণ করবে জিহো।

মো. সামিউল হাসান বলেন, দেশে যথেষ্ট পরিমাণ চার্জিং স্টেশন না থাকায় অনেকে বৈদ্যুতিক বাইক কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু জিহোর বৈদ্যুতিক স্কুটারটির ব্যাটারি খুলে মুঠোফোনের মতো করে ঘরে চার্জ দেওয়া যায়। মাত্র ৪ ঘণ্টা ২০ মিনিটে স্কুটারটির ব্যাটারি শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। শুধু তাই নয়, মুঠোফোনে ব্যাটারির চার্জের সর্বশেষ অবস্থা জানার পাশাপাশি স্কুটারের বিভিন্ন কারিগরি তথ্যও জানা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন