সিঙ্গেলদের জন্য সবচেয়ে একাকী দিন কোনটি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৭:২৩

আপনি জানেন কি, সিঙ্গেল মানুষরা কোন দিনকে সবচেয়ে বেশি ঘৃণা করে? তাদের কাছে এই দিনটি উদযাপন করা খুবই কঠিন মনে হয়। অনেকের জন্য দিনটি এতটাই ভয়ঙ্কর যে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। অবাক করার বিষয় হলো, এটি ভালোবাসা দিবস নয়, নতুন বছরও নয়, এটি হলো হ্যালোইন।


হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। এমন তথ্য উঠে এসেছে আমেরিকান ডেটিং ডটকম ওয়েবসাইটের এক জরিপে।
সেখানে দেখা গেছে, সিঙ্গেলদের হ্যালোইন দিনটিকে বছরের সবচেয়ে একাকী দিন বলে মনে করেন। হ্যালোইন সাধারণত আনন্দ, সাজগোজ, আড্ডা আর পার্টির উৎসব হলেও সিঙ্গেলদের জন্য এটি যেন নিজের নিঃসঙ্গতার মুখোমুখি হওয়ার দিন।


হ্যালোইনের দিনটি তাদের মনে করিয়ে দেয় যে, তারা কতটা একা। যা অনেকের কাছে ভূতের ভয়ের চেয়েও ভয়ঙ্কর।


১,০০০ জন সিঙ্গেল মানুষের ওপর চালানো জরিপে বেশিরভাগই জানিয়েছেন, হ্যালোইন তাদের জন্য ভালোবাসা দিবসের চেয়েও কষ্টদায়ক একটি দিন।


জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ মানুষ বলেন, এই ছুটির দিনটিতে তারা একাকীত্বে বেশি ভোগেন। আরও আশ্চর্যের বিষয় হলো, ৭৯ শতাংশ সিঙ্গেল প্রাপ্তবয়স্ক স্বীকার করেছেন যে, হ্যালোইন এলেই তারা একা বোধ করেন। এমন কি অনেকেই পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করেছেন। বিশেষ করে উৎসবের ছবি তোলার সময়, যখন পরিবারের অন্য সদস্যরা সঙ্গীর সঙ্গে মিলিয়ে পোশাক পরে ছবি তুলেন, তখন তাদের মনে নিজের সঙ্গীর অভাব আরও গভীরভাবে অনুভূত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও