 
                    
                    ৯ মাসে গত বছরের মুনাফা ছাড়াল ৬ ব্যাংক
                        
                            ডেইলি স্টার
                        
                        
                        
                         প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:৪৯
                        
                    
                যদি প্রশ্ন করা হয়, চলতি বছর কেমন ব্যবসা হলো? হয়তো অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের উত্তর হবে, টিকে থাকতে রীতিমতো লড়াই করতে হয়েছে! কারণ হিসেবে উঠে আসবে—বছরব্যাপী আর্থিক অস্থিরতা, ঋণ দেওয়া-নেওয়ার প্রবণতা কমে যাওয়া এবং খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি।
তবে ছয়টি বাণিজ্যিক ব্যাংক এই ট্রেন্ড ভেঙে দিয়েছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে এই ছয় ব্যাংকের মুনাফা ইতোমধ্যে গত বছরের মোট আয়কে ছাড়িয়ে গেছে।
ব্যাংকগুলো জানিয়েছে, মূলত ট্রেজারি বিল ও বন্ড থেকে পাওয়া মুনাফার কারণে তাদের আয় বেড়েছে।
অনেকের কাছে ব্যাপারটি বিস্ময়কর মনে হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক সর্বোচ্চ মুনাফা বৃদ্ধির রেকর্ড ধরে রেখেছিল। তবে এবার সেই ধারা ভেঙে দিয়েছে এই ছয় ব্যাংক।
ব্যাংকগুলো হলো—ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ঢাকা ব্যাংক।
 
                    
                 
                    
                 
                    
                