এক ট্রলারে ১৫০ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকা

এনটিভি পাথরঘাটা প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি ট্রলার। মাছগুলো প্রতি মণ ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে, যার মোট বিক্রয়মূল্য হয়েছে ৪০ লাখ ৫০ হাজার টাকা।


আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাইফ ফিশ নামের আড়তে এই ইলিশ বিক্রির উদ্দেশ্যে আনা হয়। মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গত ২৯ অক্টোবর কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে।


জেলেরা জানায়, এফবি সাফওয়ান-৩ নামের মাছ ধরার ট্রলারটি গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যায়। ওই দিন বিকেলে গভীর সমুদ্রে জাল ফেললে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও