মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনের যে বাধ্যবাধকতা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা বলেছে সরকার, তাতে ব্যবসা হারানোর শঙ্কায় পড়েছে ‘গ্রে মার্কেট’।
বিটিআরসির ভাষ্য অনুযায়ী, দেশের ৬০ শতাংশের বেশি হ্যান্ডসেট ‘গ্রে মার্কেট’ থেকে আসা। অর্থাৎ, ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয় এসব হ্যান্ডসেট।
আবার গ্রে মার্কেট সংশ্লিষ্টরা বলছেন, দেশের ৯০ শতাংশ হ্যান্ডসেটের বাজার তাদের দখলে। সরকারের এই সিদ্ধান্ত লাখো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দেশের বাজারে মোবাইল ফোনের দামও বাড়িয়ে দেবে।
তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এর ফলে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারীরা উৎসাহিত হবে এবং দাম কমবে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে দেশে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ বা এনইআইআর কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় সিমকার্ডের মত প্রতিটি হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আসবে।
২০১৬ সালে সিমকার্ড নিবন্ধন পক্রিয়া শুরুর পর তৎকালীন সরকার হ্যান্ডসেট নিবন্ধনের উদ্যোগ নিয়েছিল একাধিকবার। তবে তা কার্যকর হয়নি।