 
                    
                    আফ-পাক যুদ্ধ কি অনিবার্য? পেছনে ভারতের হাত?
ঈশান কোণে নয়, বায়ুব্য বা বায়ু কোণে যুদ্ধ-মেঘের ঘনঘটা? ভৌগলিকভাবে বাংলাদেশের পশ্চিম-উত্তরে অর্থাৎ, প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে কি? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এই দুই দেশকে সংক্ষেপে 'আফ-পাক' বলে থাকেন। আপাতদৃষ্টিতে, দেশ দুটিকে ভ্রাতৃপ্রতিম বলে মনে হলেও এদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
ঘটনাটি ২৫ অক্টোবরের। সেদিন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়—পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ বাধবে।
এতে আরও বলা হয়, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে আপাততঃ সীমান্ত সংঘাত বন্ধ আছে।
তবে পাকিস্তানের ভাষ্য, যদি আফগানিস্তানের সঙ্গে শান্তিচুক্তি না হয় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ অনিবার্য।
এখন ফিরে আসা যাক আসল কথায়। এতদিন ধরে যে আশঙ্কা করা হচ্ছিল তাই কি ঘটতে যাচ্ছে? কেননা, গত বুধবার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক ব্যর্থ হয়েছে।
তবে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হলেও আগামীতে ইস্তানবুলে আবার আলোচনায় বসার সম্ভাবনা আছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                