 
                    
                    এমএলএসের ২০টি ক্লাবের মোট পারিশ্রমিকের চেয়ে মেসির পারিশ্রমিক বেশি
মেজর সকার লিগের পেশাদার খেলোয়াড়দের ইউনিয়ন এমএলএসপিএ প্রতি বছর দুবার খেলোয়াড়দের বেতনের তালিকা প্রকাশ করে। গত বুধবার প্রকাশিত তালিকা অনুসারে, ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি বার্ষিক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন।
গত ১ অক্টোবর পর্যন্ত করা হিসাব অনুসারে, এমএলএসের ২০২৫ সালের মৌসুমে মেসির মোট পারিশ্রমিক ২ কোটি ৪ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা)। এর মধ্যে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বছরে মূল বেতন হিসেবে পান ১ কোটি ২০ লক্ষ ডলার (প্রায় ১৪৬ কোটি ৭২ লক্ষ টাকার বেশি)।
শুধু এমএলএসের সঙ্গে করা চুক্তির ভিত্তিতে খেলোয়াড়দের মোট বার্ষিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। মূল বেতনের সঙ্গে ধরা হয়েছে সাইনিং বোনাস, মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি। তবে পারফরম্যান্স বোনাস ও অন্যান্য খাত হিসাব করা হয়নি।
বিস্ময়কর শোনালেও এমএলএসপিএর এবারের তালিকা অনুসারে, এমএলএসের ২০টি ক্লাব তাদের খেলোয়াড়দের বছরে মোট যে পরিমাণ পারিশ্রমিক দেয়, মেসির বার্ষিক পারিশ্রমিক তার চেয়েও বেশি। তবে গত জুনে প্রকাশিত আগের তালিকা বিবেচনায় নিলে ৩৮ বছর বয়সী মহাতারকার অবনতিই হয়েছে! তখন এমএলএসের ২১টি ক্লাবের মোট পারিশ্রমিকের চেয়ে তার পারিশ্রমিক বেশি ছিল।
মেসি ২০২৩ সালের জুলাইতে মায়ামিতে যোগ দিয়েছিলেন আড়াই বছরের চুক্তিতে, যার মেয়াদ এমএলএসের এবারের মৌসুমে শেষ হচ্ছে। ইতোমধ্যে গত ২৪ অক্টোবর আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের দলটিতে দেখা যাবে বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড়কে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                