 
                    
                    নতুন লুক ও ফিচারসহ ‘কিডস প্রোফাইল’ আনছে নেটফ্লিক্স
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ২২:২১
                        
                    
                শিশুদের দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও সহজ করতে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের কিডস প্রোফাইলে নতুন টিভি ইন্টারফেইস চালু করেছে।
মঙ্গলবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, নতুন ডিজাইনটি এখন বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
নতুন ভার্সনে নেটফ্লিক্স শিশুদের জন্য হোমপেইজের নকশা ও ন্যাভিগেশনকে আরও সহজ করেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নতুন ‘মাই নেটফ্লিক্স’ সেকশন যুক্ত হওয়ায়। এই সেকশনে শিশুরা তাদের দেখা, সেইভ করা ও পছন্দের সিনেমা-কার্টুন এক জায়গায় পাবে। এতে তারা আগের মত ঘুরে ঘুরে প্রিয় কনটেন্ট খুঁজতে সময় নষ্ট না করে সেগুলো তারা সরাসরি দেখতে পারবে।
 
                    
                 
                    
                