 
                    
                    নম্বর প্লেটহীন গাড়ির স্টিয়ারিংয়ে নাবালক, বাড়ির সামনে এক্কাদোক্কা খেলতে গিয়ে চাপা পড়ল শিশুকন্যা, তার পর...
                        
                            eisamay.com
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ২২:০১
                        
                    
                বাড়ির সামনে আপনমনে এক্কাদোক্কা খেলছিল খুদে। আচমকা মোড় ঘুরে ছুটে এল একটি কালো গাড়ি। শেষ মুহূর্তে গাড়িটি নজরে পড়ায় প্রাণ ভয়ে দৌড়তে শুরু করে নাবালিকা । কিন্তু তার উপর দিয়ে চলে যাওয়ার পরই থামে গাড়িটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনা এই পর্যন্ত দেখেই শিউড়ে উঠেছেন সকলে।
এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের নোবেলনগর এলাকায়। ঘটনার তদন্তে নেমে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শিশুকন্যাকে চাপা দেওয়া ওই গাড়ির স্টিয়ারিং ছিল এক নাবালকের হাতে। এখানেই শেষ নয়, গাড়িটিতে ছিল না কোনও নম্বর প্লেটও। একাধিক ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে স্বস্তির বিষয় একটাই বরাতজোরে রক্ষা পেয়েছে তিন বছরের ওই খুদে। গাড়ির তলায় চাপা পড়লেও ভাগ্য জোরে গাড়ির চাকা থেকে দূরে ছিল, তাই রক্ষা পেয়েছে সে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল
 
                    
                 
                    
                