পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ২১:০৮

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে থানা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৭৫)। তাঁর বাড়ি উপজেলার বাশিল গ্রামে। পুলিশের ভাষ্য, ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ।


পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের জন্য থানায় যান আবুল কালাম আজাদ। বিষয়টি জানতে পেয়ে থানায় যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও