প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে অতিমূল্যবান গয়না চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন প্যারিসের সরকারি প্রসিকিউটর লর বেকো। এ নিয়ে গ্রেপ্তারের মোট সংখ্যা দাঁড়াল সাত। আগের দিন লর বেকো বলেছিলেন, আগে গ্রেপ্তার দুই সন্দেহভাজন চুরি ও ষড়যন্ত্রের অভিযোগ ‘আংশিকভাবে’ স্বীকার করেছেন।
আজ বৃহস্পতিবার স্থানীয় রেডিও আরটিএলকে লর বেকো বলেন, নতুন গ্রেপ্তার পাঁচ ব্যক্তির মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পাঁচজনের মধ্যে তিনিই ছিলেন ‘অন্যতম প্রধান সন্দেহভাজন’।