শীতের আগে লেপ–কম্বল সঠিকভাবে পরিষ্কার করবেন যেভাবে
এখন শেষ রাতের দিকে ফ্যান বা এসি বন্ধ করে দিতে হচ্ছে। ঢাকার বাইরে রাতে ফ্যান না চালালেও হয়। বুঝতেই পারছেন, শীত আগমনী বার্তা পাঠিয়েছে। আর কদিন পরেই বিছানায় জায়গা করে নেবে লেপ ও কম্বল। তাই এ সময় মনে রাখতে হবে, শীতের পোশাক, লেপ, কম্বল বা কাঁথা ব্যবহারের আগে সেসবের বিশেষ যত্ন প্রয়োজন। বছরের সিংহভাগই এসব থাকে আলমারিতে আবদ্ধ। ফলে সঠিক উপায়ে পরিষ্কার করা না হলে শীতের এসব সঙ্গীই হতে পারে নানা রোগবালাইয়ের কারণ। তাই এসব কীভাবে পরিষ্কার করবেন, কেবল তা নয়, জেনে রাখুন সঠিক উপায়ে পরিষ্কার করার উপায়ও।
লেপের যত্ন
লেপের মূল উপাদান তুলা, তাই পানি দিয়ে ধোয়া কিংবা ড্রাই ওয়াশ সম্ভব নয়। এ কারণে লেপ পরিষ্কারের সবচেয়ে ভালো পদ্ধতি হলো রোদে দেওয়া। উল্টেপাল্টে রোদে দিলে লেপ সহজে পরিষ্কার হয়ে যাবে। গায়ে জমে থাকা অতিরিক্ত ধুলা দূর করতে চাইলে লেপে কিছুক্ষণ বাড়ি দিতে পারেন। আর এটা তো আমরা জানিই, লেপের কভার ভালোভাবে ধুয়ে নিতে হবে স্বাভাবিক পদ্ধতিতেই।
কম্বলের যত্ন
কম্বল তুলায় তৈরি হলে লেপের মতোই যত্ন নিতে হবে। তবে তা উল কিংবা পলিয়েস্টারের তৈরি হলে হালকা ডিটারজেন্ট দিয়ে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন, এরপর ধুয়ে ফেললে কম্বল পরিষ্কার হয়ে যাবে। কম্বল ধোয়ার পর সরাসরি রোদে না দিয়ে ছায়াযুক্ত, বাতাস আছে—এমন জায়গায় শুকাতে দিন। এতে সহজে শুকিয়ে যাবে, দুর্গন্ধ হবে না।