বিএনপির দীর্ঘ তালিকা অর্ধেকে নামলেও থামেনি মনোনয়নের লড়াই
সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা প্রায় অর্ধেকে নেমে এলেও কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে নানা গুঞ্জন চলছে। দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী ও দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। বিশেষ করে যেসব আসনে হেভিওয়েটরা প্রার্থী হয়েছেন সেসব আসনেই এমন জটিলতা। দ্বিতীয়ত কেন্দ্রীয় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা, প্রবাসী ও দলের দুর্দিনের কাণ্ডারি, ত্যাগীরা যেসব আসনে প্রার্থী হয়েছেন সেসব আসন নিয়েও বেশ ভাবতে হচ্ছে বিএনপিকে। সিলেটের ১৯ আসনে এমন প্রার্থীর সংখ্যা প্রায় ডজন খানেক। মনোনয়ন নিয়ে কয়েকটি আসনে তারা মুখোমুখি।
বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে আলোচিত সিলেট-১। এ আসনে বিএনপির প্রার্থী দুজন। দুজনই আবার চেয়ারপারসনের উপদেষ্টা। তারা হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সিলেট ১ আসনে তিনবারের নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। কেউ কেউ বলছেন লন্ডনের প্রভাবশালী পাশা খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অত্যন্ত ঘনিষ্ঠজন। এতে করে তার মনোনয়ন নিয়ে টেনশন করার কিছুই নেই।
সিলেট-২ আসন ইলিয়াস আলীর আসন বলেই পরিচিত। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী লুনা এ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তবে সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির শীর্ষনেতা হুমায়ুন কবিরও এ আসনের মনোনয়ন প্রত্যাশী।