মোবাইল ফোন নিবন্ধন: ভোগান্তির ভয় ‘ডিরেজিস্ট্রেশন’ নিয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৩

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন নিবন্ধনের যে বাধ্যবাধকতা আসছে, তাতে গ্রাহক ভোগান্তিসহ নানা জটিলতা তৈরির আশঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা।


এক্ষত্রে মূল শঙ্কা হয়ে উঠতে পারে পুরনো হ্যান্ডসেট ‘ডিরেজিস্ট্রেশন’ করা নিয়ে। কারণ, ‘ডিরেজিস্ট্রেশন’ ছাড়া একজনের নামে নিবন্ধিত ফোন বা হ্যান্ডসেটে আরেকজনের সিম ব্যবহার করা যাবে না।


আর ‘ক্লোন’ হ্যান্ডসেটগুলো এই ‘ডিরেজিস্ট্রেশন’ প্রক্রিয়ায় জটিলতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।


দেশে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ বা এনইআইআর, যার মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে।


বুধবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়্যব।


এসময় টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী, মহাপরিচালক আমিনুল হক বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও