ফরিদপুরের পদ্মাপাড়ের ২ শতাধিক পরিবার তীব্র ভাঙন আতঙ্কে
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর তীরবর্তী গ্রামগুলোতে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। পদ্মার এই ভাঙনে সারা বছর ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা হারিয়ে অসংখ্য পরিবার হয়েছে নিঃস্ব। নতুন করে শুরু হওয়া এই ভাঙনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেড়েছে আতঙ্ক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার আকোটের চর ইউনিয়নের শয়তানখালী ও ছলেনামা গ্রাম এলাকায় নতুন করে পদ্মা নদী ভাঙন দেখা দিয়েছে। এছাড়া আকোটের চর গুচ্ছ গ্রামটি রয়েছে চরম ঝুঁকিপূর্ণ। এসব এলাকাগুলোর প্রায় দুই শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছেন।
ওই এলাকার বাসিন্দা মালেক প্রামাণিকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সারা বছর ধরে এলাকার শত শত পরিবার ভাঙনের শিকার হচ্ছে। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়েছে। বাড়ি-ঘর না সরালে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এখন ঘরবাড়ি ছেড়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। বেশ চিন্তায় আছি।