‘মোস্তাফিজ আছেন তো…’—বাংলাদেশ দলের জন্য এটাই যেন সবচেয়ে বড় ভরসা। প্রতিপক্ষ ঝোড়ো গতিতে রান তুলছে। মনে হচ্ছে, রানটা চলে যাবে নাগালের বাইরে। শেষ দিকে রান আটকে দেওয়ার মতো কাউকে দরকার। প্রায় সব বোলারই তখন খেই হারিয়ে ফেলেন। দলের ভরসা হয়ে আসেন মোস্তাফিজুর রহমান। বারবারই তিনি এমন পরিস্থিতির ত্রাতা হয়েছেন।
তিনি আসেন, কাজটা করে আবার নিভৃতেই চলে যান। উইকেট সব সময় হয়তো পান না। কিন্তু তাঁর কাটার আর স্লোয়ার থামিয়ে দেয় প্রতিপক্ষের রানের গতি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে কাজটা তাঁর জন্য আরও সহজ হয়ে গিয়েছিল।