ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা
কট্টর ডানপন্থি নেতা জর্জিয়া মেলোনির শাসনামলে ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা বেড়েছে।
এ মুহূর্তে দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশই বিদেশি নাগরিক। শিক্ষার্থীদের ক্ষেত্রে সংখ্যাটি ১১ দশমিক ৫ শতাংশ।
এই পরিসংখ্যান তুলে ধরেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন।
৩৪তম কারিতাস-মিগ্রান্তেস অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ, অর্থাৎ, অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি।
গত ১৪ অক্টোবর দেশটির রাজধানী রোমে 'বিদেশি বংশোদ্ভূত তারুণ্য: ইতালির রূপান্তর ও প্রত্যাশা' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন এবং চীন—মূল উৎস দেশ
ইতালিতে বসবাসরত বিদেশিদের প্রধান উৎস দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন ও চীনকে।