সিরিজে সমতায় ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে ব্যর্থতা দিয়ে। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে হেরে এখন সিরিজে পিছিয়ে টাইগাররা। তাই চট্টগ্রামে আজ দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। সিরিচে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি, অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে।
প্রথম ম্যাচে চট্টগ্রামের উইকেট রান করার মতো হলেও ব্যাটিং ব্যর্থতায় ১৬৬ রানের লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় তারা। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কে পৌঁছেছিলেন কেবল তানজিদ হাসান তামিম (১৫) ও তাওহিদ হৃদয় (২৮)।