 
                    
                    স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপও চার্জ করতে পারে এই পাওয়ার ব্যাংক
দেশের বাজারে রেসি ব্র্যান্ডের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের পাওয়ার ব্যাংক এনেছে টেকটাইম। আরপিবি-পি৭২ মডেলের পাওয়ার ব্যাংকটিতে ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারও চার্জ করা যায়। শুধু তা–ই নয়, ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকটাইম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার ব্যাংকটিতে ৭০ সেন্টিমিটার রিট্র্যাকটেবল টাইপ-সি কেব্ল থাকায় একসঙ্গে একাধিক যন্ত্র চার্জ করা যায়। ভোল্টেজ প্রোটেকশনের মতো নিরাপত্তা সুবিধা থাকায় পাওয়ার ব্যাংকটির মাধ্যমে নিরাপদে স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার চার্জ করা সম্ভব।
টেকটাইমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত জানান, বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে শক্তিশালী ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংকের চাহিদা বেড়েছে। রেসির নতুন মডেলের পাওয়ার ব্যাংকটি প্রতিযোগী ব্র্যান্ডগুলোর তুলনায় উচ্চতর গতির চার্জিং–সুবিধা নিশ্চিত করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পাওয়ার ব্যাংক
 
                    
                 
                    
                