You have reached your daily news limit

Please log in to continue


আলবেনিয়ার ‘এআইমন্ত্রী’ ৮৩ ‘সন্তান’ জন্ম দিতে যাচ্ছে

‘মা’ হতে চলেছে আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা। কয়েক দিন পরই সে জন্ম দেবে তার ৮৩ সন্তানের। খোদ দেশটির প্রধানমন্ত্রী এদি রামা এ তথ্য জানিয়েছেন।

চোখ কপালে তুলে ভাবছেন তো, কী করে সম্ভব? আসুন, বিষয়টি স্পষ্ট করি। আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা নিজেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর তার সন্তানেরা সবাই ডিজিটাল এজেন্ট।

কেন ডিয়েলা ঠিক ৮৩টি সন্তানের জন্ম দেবে, সেই ব্যাখ্যা করা যাক। আলবেনিয়ার পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির সদস্যসংখ্যা ৮৩। এই ৮৩ আইনপ্রণেতার প্রত্যেকে একজন করে ডিজিটাল এজেন্ট বা এআই সহকারী পাবেন। এই এআই সহকারীদের কাজ হবে পার্লামেন্টে যা ঘটেছে, সে বিষয়ে সব তথ্য আইনপ্রণেতার কাছে পৌঁছে দেওয়া, যেন কোনো তথ্য তাঁর জানার বাইরে থেকে না যায়। কার বিরুদ্ধে কোন কৌশল নিতে হবে, সেই পরামর্শও দেবে এআই সহকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন