যে ৫ লক্ষণে বুঝবেন ফোন ম্যালওয়্যারে আক্রান্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৭

বিশ্বজুড়ে ব্যবহৃত তিনশ ৯০ কোটি ফোন অ্যান্ড্রয়েডে চলে, যেটি মোট স্মার্টফোনের প্রায় ৭০ শতাংশের সমান। এত বড় ব্যবহারকারী গোষ্ঠী থাকার কারণে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ম্যালওয়্যার আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।


ফোন ম্যালওয়্যারে আক্রান্ত হলে সেটি সাইবার অপরাধীদের কাছে ব্যক্তিগত তথ্য ফাঁস করতে পারে, ব্যবহারকারীকে অজস্র বিজ্ঞাপনে জর্জরিত করে ফেলতে পারে এবং ফোনের সামগ্রিক পারফরম্যান্সও মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার।


১. হঠাৎ পপ-আপ বিজ্ঞাপন দেখা


অ্যাডওয়্যার হলো এক ধরনের সাধারণ ম্যালওয়্যার যা অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রভাব ফেলে। সাধারণত স্মার্টফোনে ভিডিও দেখার সময়, ইন্টারনেট ব্রাউজ করার সময় বা অ্যাড-সাপোর্টেড অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন দেখা স্বাভাবিক। কিন্তু ম্যালওয়্যারে আক্রান্ত ফোনে এসব বিজ্ঞাপন দেখা যায় অস্বাভাবিক ঘনঘন হারে এবং বেশ বিরক্তিকরভাবে।


২. ফোনে অচেনা অ্যাপ দেখা


সন্দেহজনক অ্যাপই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশের সবচেয়ে সাধারণ মাধ্যম। যদি ফোনে এমন কোনো অ্যাপ দেখতে পান যা ইনস্টল করেছেন বলে মনে পড়ছে না, তবে সেটিতে ম্যালওয়্যার থাকার সম্ভাবনা প্রবল।


৩. ফোনের গতি কমে যাওয়া ও অতিরিক্ত গরম হওয়া


সাধারণভাবে আধুনিক স্মার্টফোনগুলো অ্যাপ চালানো, ওয়েব ব্রাউজ করা বা ডেটা সংরক্ষণ করার মতো কাজ সহজেই করতে পারে কিন্তু ম্যালওয়্যারে আক্রান্ত ফোনের প্রসেসরকে এসবের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত কাজ করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও