শিল্পকলার মঞ্চে 'খনা' তিনদিন

বিডি নিউজ ২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪১

নাট্যসংগঠন বটতলা প্রযোজিত নাটক ‘খনা’ আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে।


বুধ, বৃহষ্পতি ও শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে 'খনা' নাটকের চারটি প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘বটতলা’।


বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এবং শুক্রবার বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি প্রদর্শনী হবে ‘খনার’। শিক্ষার্থীদের জন্য টিকেটে থাকছে ৫০ শতাংশ ছাড়।


বটতলা বলছে, 'খনা' এমন এক আখ্যানের মঞ্চকৃতি; যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজো সমান প্রাসঙ্গিক।


নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতাকাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে 'খনা' এমনই মঞ্চকৃতি; যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও