You have reached your daily news limit

Please log in to continue


চাকরি গেল আল আরাফাহ ব্যাংকের এমডি ফরমান চৌধুরীর

শরীয়াহভিত্তিক আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরী চাকরি হারাচ্ছেন। তাকে অপসারণে ব্যাংকটিকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগের পরিচালনা পর্ষদের সময় নিয়োগ পাওয়া এমডিকে সম্প্রতি অপসারণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চেয়েছিল ব্যাংকটি।

সোমবার এ অনুমোদন দেওয়ার তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমডি নিয়োগ দেয় ব্যাংকের পর্ষদ। বাতিলও তারাই করবে, বাংলাদেশ ব্যাংক তাতে অনাপত্তিপত্র দেয়। আল আরাফাহ ব্যাংকের এমডির বিষয়ে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করা হলেও ফরমান চৌধুরী সাড়া দেননি।

এর আগে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির ঘটনায় সংস্কারের আওতায় থাকা ব্যাংকটিতে চলমান বিশেষ পরিদর্শনের সময়ে গত এপ্রিল থেকে ফরমান আর চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট সরকার বদলের পর যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক তার একটি আল–আরাফাহ ইসলামী ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন