ত্রয়োদশ সংসদ নির্বাচন পাড়ি দিতে কাজের লম্বা ফর্দ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার সূচি, ভোটের সময়কার আবহাওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার ঠেকানো, পোস্টাল ভোটিং ও বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে ভোটের সরঞ্জাম পরিবহনের মতো প্রায় দুই ডজন বিষয় রয়েছে এই ফর্দে।
ভোট সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের প্রধানদের নিয়ে বৃহস্পতিবার প্রাক-প্রস্তুতিমূলক প্রথম আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব বিষয় তুলে ধরবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।
আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যে রোডম্যাপ ধরে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন। সেই পরিক্রমায় ডিসেম্বরের প্রথমার্ধে আসতে পারে তফসিলের ঘোষণা।
ইতোমধ্যে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
অক্টোবরে গুরুত্বপূর্ণ সব কাজ শেষ করার কথা রয়েছে ইসির। মধ্য নভেম্বর পোস্টাল ভোটিং পদ্ধতির অ্যাপ উদ্বোধনের কথা রয়েছে। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও হবে।