বিকল্প এমপি প্রার্থীর পরিকল্পনা বিএনপির

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:১৬

আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে একাধিক প্রার্থী রাখার বিষয়টি নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ায় প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলে নমনীয়তা ও শক্তি দুটোই বাড়বে।


বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'যদি কোনো প্রার্থীর মনোনয়ন আইনি কারণে বা অন্য কোনো কারণে বাতিল হয়, তাহলে বিকল্প প্রার্থীর দাঁড়ানোর সুযোগ থাকবে। এই কারণেই একাধিক প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি।'


দলীয় নেতারা জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনীত করেছিল, যাতে আওয়ামী লীগ সরকার কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করলেও বিএনপি প্রার্থীহীন না হয়ে যায়।


দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 'দেশের প্রায় সব আসনেই একাধিক প্রার্থী রয়েছেন। তাই আমরা প্রতিটি আসনের যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও