যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা করার কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই তার। তবে তিনি আরও একবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চান।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটন থেকে টোকিওর উদ্দেশে রওনা হন ট্রাম্প। কয়েক জন সাংবাদিক তার সঙ্গে এই সফরে আছেন। বিমানে ভ্রমণের সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আগামী ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রার্থী হবেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, “এটা খুবই সুন্দর। তবে আমি অন্যকিছু ভাবছি।”