দুপুরের খাবার খেতে খেতেই নাকি মারা যান ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সতীশ শাহ। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগলেও তিনি নিজেকে সুস্থ মনে করতেন। এমনকি, মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগেও তিনি সহকর্মী ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং নিজেকে সুস্থ বলে জানিয়েছেন।
সতীশ শাহ অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর স্রষ্টা জেডি মাজেথিয়া ভারতীয় গণমাধ্যমকে এমনই তথ্য দিলেন। জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সতীশ শাহর স্ত্রী রত্না পাঠকের সঙ্গে ফোনে কথা বলছিলেন।
মাজেথিয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এমন কিছু ঘটেছে। কারণ, শনিবার সকাল ১১টায় তিনি অতীশ কাপাডিয়ার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। এরপর দুপুর ১টার দিকে রত্নাজির (রত্না পাঠক) সঙ্গেও কথা বলেছেন।’