অ্যাপ পারমিশন ভুল করলে কী হবে
আজকাল প্রায় সব কাজেই আমরা স্মার্টফোনের ওপর নির্ভর করি — কেনাকাটা, ছবি তোলা, ব্যাংকিং, এমনকি ব্যক্তিগত আলাপচারিতাও হয় নানা অ্যাপে। কিন্তু প্রতিটি অ্যাপ ইনস্টল করার সময় যে ‘পারমিশন’ চাওয়া হয়, সেগুলো কতটা নিরাপদ তা অনেকেই বুঝে উঠতে পারেন না। তাই সামান্য ভুল সিদ্ধান্তেই ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য, ছবি কিংবা ব্যাংক ডেটা।
অ্যাপ পারমিশন আসলে কী
যখন আপনি কোনো অ্যাপ ইনস্টল করেন, সেটি কাজ করতে কিছু নির্দিষ্ট অনুমতি (পারমিশন) চায় — যেমন ক্যামেরা, মাইক্রোফোন, কনট্যাক্ট লিস্ট বা লোকেশন ব্যবহারের অনুমতি।
ভুল পারমিশন দিলে কী হতে পারে?
১. ব্যক্তিগত তথ্য ফাঁস
অনেক অ্যাপ আপনার নাম, নম্বর, লোকেশন বা গ্যালারির ছবি সংগ্রহ করে অননুমোদিতভাবে ব্যবহার করতে পারে।
২. বিজ্ঞাপনের টার্গেটিং
কিছু অ্যাপ আপনার সার্চ বা কথোপকথন বিশ্লেষণ করে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখায়।
৩. আর্থিক ঝুঁকি
ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপের তথ্য কোনো অনিরাপদ অ্যাপ পেলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাপ
- নিরাপত্তা ঝুঁকি