ইসিতে কমনওয়েলথের প্রতিনিধিরা, শুনলেন ভোটের পরিবেশ আর প্রস্তুতি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ২১:৩৪
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের পরিবেশ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিলেন কমনওয়েলথের প্রতিনিধিরা।
এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে বেশি জোর দিয়েছেন তারা।
রোববার কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।
বিকালে নির্বাচন ভবনে হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিষয়বস্তু তুলে ধরেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ভোট সামনে রেখে অংশীজনের সঙ্গে সংলাপের বিষয় জানানো হয়েছে।