You have reached your daily news limit

Please log in to continue


রাউটার বন্ধ করে ফের চালু করলে কি নেটের স্পিড সত্যিই বাড়ে?

‘রাউটার আনপ্লাগ করলে ইন্টারনেট দ্রুত হয়ে যায়’- শুনতে যেন পুরনো কোনো টেক মিথের মতো লাগে। তবে এর পেছনে আসলে বেশ যুক্তিযুক্ত প্রযুক্তিগত ব্যাখ্যা আছে।

রাউটারও এক ধরনের ছোট কম্পিউটার এগুলো একসঙ্গে অসংখ্য কানেকশন সামলায়, ডেটা ক্যাশ করে রাখে এবং ব্যান্ডউইথ বণ্টন করে। সময়ের সঙ্গে সঙ্গে এতে মেমোরি লিক ও সফটওয়্যার বাগ জমতে থাকে ফলে এটি ধীরে কাজ করতে শুরু করে।

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, রাউটার আনপ্লাগ করলে এটি একপ্রকার ‘রিস্টার্ট’ হয় মানে একেবারে নতুনভাবে শুরু করে। এতে পুরোনো ক্যাশড ডেটা মুছে যায়, বন্ধ না হওয়া ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো বন্ধ হয়ে যায় আর রাউটার নতুন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কানেকশন ‘রিনেগোশিয়েট’ করে।

এই নতুন সংযোগ বা ‘ফ্রেশ হ্যান্ডশেইক’-য়ের কারণেই অনেক সময় রিস্টার্টের পর হঠাৎ ইন্টারনেট স্পিড বেড়ে যায়। এ কারণেই আইটি সহায়তা কর্মীরা প্রাথমিকভাবে প্রায় সব সমস্যায় বলেন, ‘একবার স্টার্ট করে দেখুন’। এটাই সবচেয়ে পরীক্ষিত পন্থা।

তবে শুধু পারফরম্যান্স নয় রিস্টার্টের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিরাপত্তা। রাউটার কেবল নেটফ্লিক্স দেখা বা জুম কলে যোগ দেওয়ার কাজই করে না এটি আসলে হোম নেটওয়ার্কের ‘ফ্রন্ট ডোর’ বা প্রধান দরজা। আর সফটওয়্যার-চালিত যে কোনো ডিভাইসের মতো এটিও নিয়মিত আপডেট পায়।

যখন রাউটার রিস্টার্ট করেন এটি সর্বশেষ ফার্মওয়্যার ও সিকিউরিটি প্যাচ ইনস্টল করার সুযোগ পায়। এসব আপডেট সিকিউরিটি ভলনারেবিলিটি বন্ধ করে, পরিচিত এক্সপ্লয়েট ঠেকায় এবং ম্যালওয়্যার দূর করে যেগুলো ইন্টারনেটকে ধীর করে দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন