মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, চলাচল বন্ধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে এক পথচারী মারা গেছেন।


রোববার বেলা সাড়ে ১২টার দিকের এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।


তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার উপরে পড়লে সে স্পট ডেড হয়।”


তবে প্রাথমিকভাবে নিহত ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।


বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, এটি পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।


তেজগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, “আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।”


মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও