You have reached your daily news limit

Please log in to continue


শীতকালীন রবি ফসল ও চাষাবাদের গুরুত্ব

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে প্রধানত তিন মৌসুমে ফসল উৎপাদন করা হয়, খরিপ-১ এবং খরিপ-২ শীতকালীন বা রবি মৌসুম। রবি মৌসুম সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত চলে এবং এই সময় মূলত শীতকালীন ফসল চাষ করা হয়।

শীতকালীন ফসল যেমন গম, যব, চিংড়ি, আলু, সরিষা, মসুর ডাল, মটর ডাল, গাজর, ফুলকপি ইত্যাদি দেশের কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি ফসলের চাষাবাদে জলবায়ু, মাটি ও জল সম্পদের ব্যবহার বেশি কার্যকর হয়। শীতের সময়ে বৃষ্টি কম হওয়ায় রবি ফসল সাধারণত সেচের ওপর নির্ভরশীল হয়, যা সেচ ব্যবস্থার উন্নতি ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সফলভাবে চাষাবাদ করা হয়।

রবি ফসল চাষের মাধ্যমে খাদ্যের পর্যাপ্ত জোগান নিশ্চিত হয়, কৃষকদের আয় বৃদ্ধি পায়, দেশের অর্থনীতিতে অবদান থাকে, আবাদযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার হয়, এবং খাদ্যশস্যের বৈচিত্র্য নিশ্চিত হয়। এছাড়া রবি ফসল গাছের জীবনচক্র, মাটির উর্বরতা বজায় রাখা এবং কৃষি চক্রের সুষ্ঠু বিন্যাসে সাহায্য করে। তাই শীতকালীন রবি ফসল ও চাষাবাদ দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কৃষি মৌসুম: বাংলাদেশের কৃষি মৌসুম তিনটি। প্রতিটি মৌসুমে কাজের রয়েছে সুর। রবি মৌসুম, শীতকালেই আসে, ১৫ অক্টোবর থেকে ১৫ মার্চে বাসে। আশ্বিন থেকে ফাল্গুন, সারা দেশে, শস্যের মাঠে, সোনালী বৃষ্টি এসে।

খরিপ-১, গ্রীষ্মে ঝলসে ওঠে, ১৬ মার্চে শুরু, ১৫ জুলাইতে শেষ হয় সবকিছু। চৈত্র থেকে আষাঢ়, মাটি চাষে চনচনে, এ সময়েই থাকে, মাঠে কষ্টে সকল।

খরিপ-২, বর্ষা আসে, ১৬ জুলাই থেকে শুরু, ১৫ অক্টোবরেই শেষ। শ্রাবণ থেকে আশ্বিন, বৃষ্টি নেমে পড়ে, ফসলের ক্ষেতেও, দেখা দেয় নতুন সুর। মৌসুমের সঙ্গে চলা কৃষকের গান, পরিশ্রমের ফলেই হয় ধান। সব মৌসুমেই, কৃষির আনন্দ, ফসলের মাঠে আসে স্বপ্নের মান।

মৌসুম ভিত্তিক ফসল চাষ:

রবি মৌসুম(শীতকাল): অনেক ধরনের ফসল চাষাবাদ করা হয়। বোরো ধান, গম, মসুর ডাল, যব, সরিষা, পেঁয়াজ, মটরশুঁটি ইত্যাদি ফসলকে এ মৌসুমের প্রধান শস্য হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, টমেটো ও আলু ইত্যাদি এ মৌসুমে চাষ করা হয়।

খরিপ-১ (গ্রীষ্মকাল): সবজির বীজতলা তৈরি তরমুজ, ফুল, আউশ ধান, মাদা তৈরি, বীজ বপন, ঢেঁড়স, ডাঁটা লালশাক, লাউ-এর বীজ বপন। আলু, মিষ্টি আলু সংগ্রহ, রবি সবজির বীজ সংগ্রহ, সংরক্ষণ ও অন্যান্য বাগানের ফসলের পরিচর্যার সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন