মালয়েশিয়া পৌঁছেছেন ট্রাম্প, স্বাক্ষর করবেন থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করমর্দন করেন।
আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরপর তিনি বিভিন্ন মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলে বিবিসি জানায়।
এই সফরে ট্রাম্পের প্রথম কর্মসূচি হলো একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা। এই চুক্তির লক্ষ্য থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের পর সম্পর্ক স্বাভাবিক করা।
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে কী ঘটেছিল?
মে মাসে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এতে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায়।
পরবর্তী দুই মাসে উভয় দেশ একে অপরের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। কম্বোডিয়া থাইল্যান্ডের ফলমূল ও শাকসবজি আমদানি বন্ধ করে দেয়, এবং বিদ্যুৎ ও ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয়।