রাশিয়া-ইউক্রেইন বিরোধ: ট্রাম্পের বুদ্ধিতে যুদ্ধ থামলে কার ঝুলিতে কী জুটবে?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরামর্শটা হলো, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ যেখানে দাঁড়িয়ে আছে, সেখানেই থামিয়ে দিয়ে সমঝোতার আলোচনা শুরু হোক, যেখানে ভূখণ্ড নিয়ে দর কষাকষির সুযোগ থাকবে।
ট্রাম্পের শান্তি ফিরিয়ে আনার এ আলোচনা এখনও স্থবির হয়েই পড়ে আছে, যদিও গেল বছরের নির্বাচনি প্রচারে তিনি প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেইন যুদ্ধের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রাশিয়া জোর দিয়ে বলেছে, দখলে নেওয়া অঞ্চলগুলো তাদের হাতেই থাকতে হবে; সঙ্গে নতুন কিছু এলাকাও দিতে হবে। এসব দাবি মানার পরেই শান্তিচুক্তি নিয়ে এগোতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কিন্তু ট্রাম্পের বুদ্ধিমতো যদি এখন যুদ্ধের ইতি ঘটে, তাহলে কোন দেশের ঝুলিতে কী থাকবে, তা বিশ্লেষণ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে।
ট্রাম্পের প্রস্তাবটা আসলে কী?
ট্রাম্পের কথা হলো—যুদ্ধ যেখানে যে অবস্থায় আছে, সেখানেই থেমে যাক।
রোববার সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারা আলোচনা পরেও করতে পারবে। আমি বলেছি, যুদ্ধ যেখানে আছে, সেখানেই শেষ করে দাও।
“আপনি যদি বলতেই থাকেন, ‘তুমি এটা নাও, আমরা ওটা নিই’, তাহলে বাকি আলোচনাটা এগিয়ে নেওয়া কঠিন।”
মার্কিন প্রেসিডেন্টকে আনা-নেওয়া করা উড়োজাহাজ—‘এয়ার ফের্স ওয়ানে’ সংবাদকর্মীদের সঙ্গে এসব আলোচনা করেন ট্রাম্প।