পাকিস্তানের অধিনায়ক হয়েও দায়িত্ব পেলেন পিসিবিতে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর চমক জাগানিয়া সিদ্ধান্ত যেন একে অপরের পরিপূরক! যখন বারবার দেশটির অধিনায়কত্ব বদল নিয়ে আলোচনা চলছে, এরই মাঝে অবাক করা সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগে থেকেই টেস্টে পাকিস্তানের অধিনায়কত্ব করছেন শান মাসুদ। পিসিবির ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট এন্ড প্লেয়ার্স’ অ্যাফেয়ার্সের কনসালট্যান্ট পদেই তাকে এবার দায়িত্ব দেওয়া হলো।


গতকাল (শুক্রবার) শান মাসুদের এই নিয়োগের কথা জানায় পিসিবি। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার বলছে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে একটি মধ্যাহ্ন ভোজে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আহবানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত হয়েছিলেন। সেখানেই শান মাসুদকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। যদিও ওই সময় স্পষ্টভাবে তার দায়িত্ব কী সেটি উল্লেখ করা হয়নি।


এর আগে পিসিবির ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর ছিলেন উসমান ওয়াহলা। এশিয়া কাপ চলাকালে ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রক্ষা করতে না পারায় তাকে সরিয়ে দেওয়া হয়। এর এক মাস পরই একই বিভাগে দায়িত্ব দেওয়া হলো মাসুদকে। সূত্র জানিয়েছে, বিশ্বজুড়ে আলোচনা তৈরি করা ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয় ওয়াহলাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও