কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় অগ্রগতি পাওয়ার ঘোষণা গুগলের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:০৫

কোয়ান্টাম কম্পিউটারের সক্ষমতা এখন আরও বাস্তবসম্মত ও কার্যকরের দিকে এগোনোর পথে বড় এক অগ্রগতির ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।


গত বছর ‘উইলো’ নামের কোয়ান্টাম চিপ চালু করে গুগল, যার সাহায্যে যুগান্তকারী এক গবেষণা করেছে কোম্পানিটি। বুধবার গুগল দাবি করেছে, গবেষণাটিতে প্রমাণ মিলেছে, কোয়ান্টাম কম্পিউটারের জন্য এখন বাস্তব জীবনে ব্যবহার উপযোগী অ্যালগরিদম তৈরি করা যেতে পারে।


কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কোম্পানিটির ‘কোয়ান্টাম ইকোস’ অ্যালগরিদম সম্পর্কে গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।


গুগল বলেছে, ‘কোয়ান্টাম ইকোস’ নামে এক বিশেষ অ্যালগরিদম তৈরি করেছে তারা। এ অ্যালগরিদমটি ‘আউট-অফ-অর্ডার টাইম কোরিলেটর’ বা ওটিওসি অ্যালগরিদম ব্যবহার করে কাজ করেছে, যা ‘কোয়ান্টাম কম্পিউটারের সক্ষমতারই প্রমাণ’।


কোয়ান্টাম কম্পিউটিংয়ের মূল ধারণা হচ্ছে কিউবিট ব্যবহার করে এমন কম্পিউটার সিস্টেম তৈরি করা, যা আমাদের আশপাশের বিভিন্ন কোয়ান্টাম সিস্টেমকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। সাধারণ কম্পিউটারে তথ্য কেবল ‘১’ বা ‘০’ দিয়ে দেখানো হয়। তবে কিউবিট একইসঙ্গে একাধিক অবস্থা প্রকাশ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও